নিষ্পাপ ফুলকে ভালোবেসে চুমু খাও
চুমু ও আজ অস্ত্র
প্রতিটি চুমু থেকে নির্গত হয় একেকটি বিভৎস মৃত্যু,
ফুলেরও দোষ আছে; ওরা শান্তির বাগানে ফোঁটেনি।
মালিক পূজোয় ব্যস্ত, মালী রেখেছেন বাগান পরিচর্যায়
মালীতে – মালীতে ধর্মের বিভেদ বেঁধে গেলে
সবগুগো ফুল ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়া হলো।
মালিক মালীদের কাঠগড়ায় দাঁড় করালেন – বিচারের জন্য
ফুলগুলো চিৎকার করে বললো – ওদের দোষ কী?
“ভিন্ন ভিন্ন ধর্মের মালী নিয়োগই তো কারণ”।
মালিক নিশ্চুপ ; রাগান্বিত চোখ রক্তলাল
বললেন ,
তোমাদের তো আর বিচার হচ্ছে না;
“তোমরা ঘুমাও
শান্তিতে ঘুমাও”।