বাংলা কবিতা, তুই কি আমার ভাতার হবি? কবিতা, কবি লুনা আহমেদ - কবিতা অঞ্চল
3.6/5 - (5 votes)

তুই কি আমার ভাতার হবি?
ভাতের ভাতার? জাতের ভাতার?
মধ্যরাতের আগুন যখন
টগবগিয়ে জ্বলবে তখন
মনের ভাতার? দেহের ভাতার?

হবিরে তুই ঘরের মানুষ? মনের মানুষ?
এক জীবনের সকল আপন
হবি মরদ – শরীর জুড়ে অঙ্গ আমার
দেহের শাড়ি আর ওই কাফন?

পারবি কিরে মনটা হয়ে দেহের
ব্যথা বইতে সকল,
পারবি নিতে এই অভিনয়!
পৃথিবীটার মুখোশ নকল?

পারবি হতে – আমার রঙ!
কুঁচকানো এই কালো চামড়া?
পারবি হতে একটা জগত –
তুই আর আমি মিলে আমরা?

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Noman Cox's
1 year ago

আপনার প্রত্যেকটা কবিতা পড়লাম। বড্ড ভালো লাগলো। আপনার ফেসবুক লিংক দিন