“শরীর চিনিস মাগী – মন চিনিস না।”
“মন কি দিস যে পাবো?
আমিও তো চাই গতরে গতর লাগাই
মনটা ও ছোঁবো।
আমার শরীর নাই, একটা মন আছে
শরীর ছাড়া মন কি কেউ চায় ?
হোক সে সাধু পুরুষ, দেবতা ও
মন নয়, শরীরে হাত বাড়ায়।”
“চুপ যা বেশ্যা, টাকাই চিনিস তুই
টাকা ছাড়া মন দিয়া পাইনা তোরে,”
“স্বার্থ তুমিও চেনো, মন দিয়া
পারো যদি ক্ষুধার্থ পেটটা কেনো।
এতোটা সহজ নয় ক্ষুধা কেনা
শরীর কেনা সহজ তাই
সহজ নয় কেনা এই মন
শরীর বেঁচেই ক্ষুধার আগুন নেভাই।”