1/5 - (1 vote)

হৈমবতী কন্যা,
অনিন্দ্য সৌন্দর্যের মায়া গেঁথে চলে
দিনকে দিন, রাতকে রাত ধরে ।
সুচতুর ভালোলাগার বাহুডোরে
আবিষ্ট করে রাখা সময়,
সময়ের সাথে সাথে নিবিষ্ট মনও ।
পাথর হৃদয় নিমিষেই হয় ছিন্নভিন্ন,
দুর্বার তুফানসম ভালোবাসার
মন্ত্রণা দেয় কানে,
কে জানে ?
হয়তো এটাই ভালোবাসার মানে ।
প্রনয় সন্ধিক্ষণে বিচরণ করা এই আত্মা
আমার নয় কিছুতেই ।
এই আমি জটিল সূত্রের বিন্যাসে
উন্মোচিত এক মলাট,
এই আমি প্রেম সংক্রমণে
আক্রান্ত এক প্রান,
এই আমি হৈমবতী কন্যার
অযাচিত স্বপ্ন আখ্যান ।
পুনরুত্থানে হয় নতুন জন্ম,
হৈমর নিথর আস্তরণে
ঢেকে যায় যত বিষাদ,
অন্তরাত্মার প্রতিটি কোনে কোনে
জমতে থাকে প্রেম,
সৃষ্টি হয় অনবদ্য এক
রূপান্তরিত কাব্যকথা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments