1/5 - (1 vote)

তোমার বিপন্নতায় আমি সঙ্কিত
মাঝে মাঝে নয়,
সব সময়ই আমার ভিতরে তোমার অস্তিত্ব
সদা অনুভূত ।
এ যদি হয় ভালোবাসা,
তবে ভালবাসি তোমায় ।
আমি এক বিপর্যস্ত প্রেমিক যদিওবা
তথাপি অন্তরাত্মার প্রতিটি কোণ জুড়ে
তোমার বিচরণ তো আর মিথ্যে নয় ।
এ কোন মোহ বা আবেগ নয়
এ এমনি এক ভাবনা,
যেটা আচ্ছন্নতার মোড়কে জড়ানো,
কিন্ত উদ্দীপ্ত প্রেমের ঝঙ্কৃত চিত্রকল্প ।
এ এমনি এক ঈপ্সিত বাসনা,
যেটা চোখের পাতা বুজলেই
নিমেষেই কাছে আসে,
আর রেশ থেকে যায় অনন্ত সময় ধরে ।
যার রোশনাইয়ের আলোতে আলোকিত হয়
প্রতিটি বিশ্বাস, বেঁচে থাকার নিঃশ্বাস ও বটে ।
জোছনার গন্ধে পৃথিবীর অন্য সকল সুখও
তোমার রোশনাই বিহনে ম্রিয়মাণ আমার কাছে ।
আর এই যদি হয় ভালোবাসা,
তবে তোমাকেই ভালোবাসি আজীবন ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments