আজ আমার রাত্রি জাগার পালা
আজ আমার হৃদয় দুয়ার খোলা ।
আজ অন্তরালের ভাবনাগুলো
উড়ছে ভীষণ জোরে,
আজ আমার ভালোবাসার স্মৃতির শহর
যাচ্ছি আমি ছেড়ে ।
নগ্ন পায়ে নিয়ন আলোয়
স্বপ্নগুলো সাজে,
চেনা অচেনা মুখগুলো সব
স্মৃতি হয়ে বাজে ।
রাতের আকাশ জ্যোৎস্না ভেজা
লোকারণ্য মুক্ত,
চাঁদের আলোয় যায় ঢেকে যায়
ভালোলাগা অব্যক্ত।
শান্ত শহর শান্ত সময়
ধূধূ নীরবতায়,
আমি একলা পথিক যাই হারিয়ে
আজব স্বাধীনতায় ।
পথে পথে যাচ্ছি রেখে
আমার পদচিহ্ন,
আমার কাছে রাতের অর্থ
সবার চেয়ে ভিন্ন ।
তাই আমার রাত্রি জাগার পালা
তাই আমি তারার মেলায় গাঁথবো আমার
ভাবনা ফুলের মালা ।
আঁধার পরী সেই মালাতে
সাঁজবে আপন মনে,
ডাকবে আমায় ভালোবাসার
গভীর আহ্বানে ।
লক্ষ্মীপেঁচা ডাকবে গাছে
বাজবে আমার কানে,
ভাবনাগুলো থাকবে বেঁচে
রাত্রি ফুলের প্রাণে ।
শহর ছেড়ে গাঁয়ের মেঠো
পথে এখন আমি,
ঝিঁঝিঁ পোকার শব্দে ব্যাকুল
মনের চারণভূমি ।
জোনাকির মিটিমিটি
চোখে লাগে ঘোর,
রাতজাগা শেষ করে
আসে নতুন ভোর ।
2023-05-17