শিখাহীন অরণ্যের নির্জনতার আঁধারে
স্বপ্নভঙ্গের নিদারুন আর্তনাদ ।
বিশ্বাস আর অবিশ্বাসের সুতোয় বোনা
অন্তহীন পথচলা আমার ।
বহমান নদীর ঐকান্তিক স্রোতের
দিকবিমুখিতার প্রচেষ্টা ,
কৌতুহলী মন ছোটে আপন মনে,
নৈরাশ্যের অবজ্ঞামূলক অভিব্যাক্তি
সম্ভাবনার দ্বারে পৌঁছুতে পারেনা কিছুতেই ।
অনাবিল অন্ধকারের মাঝে তাই
অমাবস্যার চাঁদটাই একমাত্র সম্বল ।
আসা নিরাশার দোলাচলে না হোক-
অন্তত আঁচলে খানিকটা আশ্রয়,
নির্ভরতার জায়গাও নিঃসন্দেহে ।
পাওয়া না পাওয়ার পাল্লাটাও কেমন জানি,
সঠিক মাপটা মিলানো যায়না কিছুতেই
তার শুধু আবেগটাই দরকার
তার বিষয়বস্তর ঐ একটাই জায়গা ।
মনের ঘরে মনকে অবরুদ্ধ করার ব্যর্থ প্রয়াস
মনের অজান্তেই মন ছোটে আপন মনে
সে শুধু তারই ।
2023-05-17