1/5 - (1 vote)

(১)
তোমার চুড়ির আওয়াজ দিবানিশি
বাজে আমার প্রাণে,
অদ্ভুত সে সুরের মায়ায়
আমায় কাছে টানে ।
কি জাদু, জানিনা সে
পাগল করা রিনিঝিনি
আর কিছুই তো মানেনা মন
সারাটিক্ষণ তোমায় জানি ।

(২)
তোমার চুলের ফুল
আমার ভাঙ্গে মনের কূল
আমি কাব্যে যে ব্যাকুল
আমার স্বপ্নগুলোই ভুল
তোমার খোঁপায় তারার ফুল ।

(৩)
তোমার ঠোঁটের আভায় যাচ্ছি পুড়ে
হচ্ছি ছারখার
তোমার চোখের আলোয় স্বপ্ন নামে
প্রেমে একাকার ।
তোমার একটু ছোঁয়ায় রাত্রি ঢাকে
জ্যোৎস্নাটুকু কার ?
তুমিই আমার বাঁচার আশা
স্বর্গ সুখের দ্বার ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments