Review This Poem

অযাচিত কোন মোহের সমালোচনায়
আর বিদ্ধ করো না আমায় ।
জলাঞ্জলি,
সে তো অনেক আগেই দিয়েছি ।
তাহলে আজ কেনই বা শুধু শুধু
বিবেকের শ্রদ্ধাঞ্জলি দিতে মুখিয়ে আছো ?
বৃথা অভিসার নীরবেই জেগে থাক
অকস্মাৎ খুনসুটি আর যত রাগ,
জগতের সব পরম সুন্দরের ভাগ
তা সবই তোমারই থাক ।
নির্বাক হয়ে থাকা প্রথম প্রনয়
তোমায় নিয়ে বুকের কোণে ভয়,
না পেলে তোমায় জীবন হবে ক্ষয়
এসব স্বপ্ন এখন আর আমার নয় ।
তোমার আকাশে এখন অনেক তারা
তোমার বাতায়ন বকুল-চাঁপায় ভরা,
আমার ভালোবাসার জলধারা
দেয়না তোমায় আজ এতটুকু নাড়া ।
চোখের জলে এমন আষাঢ় রাতে
স্মৃতিগুলোও ভাসবে কালস্রোতে,
ছিন্ন কোন বনমল্লিকার সাথে
হবেনা আর দেখা কোন আচমকা প্রভাতে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments