হেমন্তের এক হৈমন্তী
এলোকেশী চুলে,
বাতায়নের আবেশে তার
মনটা সদাই দোলে ।
চারিদিকে ভীষম ছায়া
যেখানেই থাক কালো,
হৈমন্তী তার হাসির বানে
জীবন করে আলো ।
একলা আমি চলতে না পাই
এক বিন্দু সুখ,
কিশোরী হৈমন্তী তাই
বাঁচার প্রিয় মুখ ।
2023-05-17
হেমন্তের এক হৈমন্তী
এলোকেশী চুলে,
বাতায়নের আবেশে তার
মনটা সদাই দোলে ।
চারিদিকে ভীষম ছায়া
যেখানেই থাক কালো,
হৈমন্তী তার হাসির বানে
জীবন করে আলো ।
একলা আমি চলতে না পাই
এক বিন্দু সুখ,
কিশোরী হৈমন্তী তাই
বাঁচার প্রিয় মুখ ।