অব্যক্ত কথাগুলো সব
চোখের মাঝেই তো লুকানো ছিল
বুঝতে পারো নি,
তাই পড়তেও পারো নি কখনও ।
কবিদের মন বুঝে,
এমন রমণী কই আছে ?
অনেকেই আছে ভালোবাসে
কিন্তু বোঝে ক’জন ।
কবিরা আকাশে মুখ ডুবিয়ে
ঠাই দাড়িয়ে থাকে-
কোন এক নিঝুম অরণ্যে,
কোন প্রিয় সমুদ্রে,
কোন প্রিয় অবেলায় ।
বাস্তবতার দ্বিধাবোধ কবির জন্য নয়,
দিনে দিনে প্রেমাঘাতে জর্জরিত
ছন্নছাড়া মলিন সময়টাতেও
কবিমন ভালোবাসার অর্থ খুঁজে বেড়ায়,
অতিশয় তুচ্ছ প্রস্থানেও
কবিমনে শোকের ফানুস উড়ে,
টিনের চালের বৃষ্টিগানে
নিবিড় হয়ে অন্ধকারের গন্ধ শুঁকে
আচ্ছন্ন হয় উচাটন কবিমন,
তারপরও অনেকেই আছে ভালোবাসে
কিন্তু বোঝে ক’জন ।
2023-05-17