আচ্ছন্ন হয়ে থাকা সময়টা,
কোন দুঃস্বপ্ন নয় ।
আধেকটা সংশয়, খানিকটা ঘোর ।
দৃশ্যমান থেকে একটা সময়
ক্রমশ অদৃশ্য হতে থাকে বাস্তবতা ।
অন্ধকার গলির মত মনটাকে
এই হাঁরাই, আবার এই খুঁজি ।
আকাশের বিশালতায় দাড়িয়েও
থমকে দাড়াই চেনা একটি পথেই ।
যে মরীচিকা সিঁদুররাঙ্গা বিকেলেও
আমায় আপন করে নেয় না,
যে বিভীষিকা আমায় জুড়ে দেয়
নিজের হস্তরেখার সাথে,
যে প্রনয় আমাকে সুখের লোভ দেখিয়ে
কষ্টের ছবি আঁকে তুলির শেষ আঁচড়ে,
সেখানে আমিই পরাজিত হই বারংবার ।
কিন্তু ঐ অগ্নিদৃষ্টি তো আর মিথ্যে নয়,
ঐ ভেজা কাঁচের চুড়ি মিথ্যে নয়,
ঐ আকাশ প্রহরী মানবী,
সেও তো কোন স্বপ্ন নয়,
সে তো কোন আচ্ছন্নতা নয় ।
2023-04-30