তোমার এই বিষাদী দিন,
হাস্পাতালের বিছানায় করুন চোখের পাতা ফেলছ,
ধবধবে ফর্সা বাতিটায়।
আর সিনেমার রীলের মতো একটা একটা করে,
স্মৃতি ভেসে আসছে অবিরাম।
সুই ফুড়ে ফুড়ে মাংসল হাতের ব্যথায় যখন কুকড়ে যাচ্ছ,
তোমার চোখের গড়িয়ে পড়া জল,
দেখে ও না দেখার কষ্টকর ভান।
অথচ চাইছি।
তুমি দুঃখ ভুলে যাও সব।
এই জনাকীর্ণ একাকী তোমার।
বাহানা খুনসুটিটে তোমার শুকনো ঠোঁটের এক চিমটি হাসি দেখব বলে দাঁড়িয়ে আছি।
তুমি আমার অভিনয়ে সব ভুলে যাও।
আমি ফিরে গিয়ে অনামিকার ডগায়,
আমার চোখের অশ্রু মুছি।
2023-02-04