গুনে গুনে আমার একটি হাতের সমস্ত আংগুলের
কুড়িটি রেখা নিঃশেষ হয়ে এলো।
একুশ গুনতে এবার দ্বিতীয় হাতের দিকে তাকাই,
দ্বিতীয় হাতের সব রেখা শেষ হলে,
আমাদের বিচ্ছেদের বছর গুনে রাখবো কোথায়?
আমার তো তৃতীয় হাত নেই,
আরেকটি হাত কোথায় পাই?
2022-07-15
গুনে গুনে আমার একটি হাতের সমস্ত আংগুলের
কুড়িটি রেখা নিঃশেষ হয়ে এলো।
একুশ গুনতে এবার দ্বিতীয় হাতের দিকে তাকাই,
দ্বিতীয় হাতের সব রেখা শেষ হলে,
আমাদের বিচ্ছেদের বছর গুনে রাখবো কোথায়?
আমার তো তৃতীয় হাত নেই,
আরেকটি হাত কোথায় পাই?