কোথাও যেন দেখা হয়েছিল,
কোন এক মাখা রোদ সকালে,
কোথাও যেন বসেছিলাম,
শিউলি ফোটা এক বৃক্ষ তলে।
হলুদের সব রঙ মাখা তোমার বসনে,
আকাশের সব সাদা রঙ,
কেড়েছিল আমার আস্তিনে।
কোথাও যেন আমাদের দেখা হয়েছিল?
নয়তো এতো চেনা কেন লাগে,
তোমার গলার স্বরে আর,
বিশুদ্ধ কোমলপ্রাণ হাসিতে?
কেন এতো চেনা লাগে বলো?
আমরা কি তবে মিলেছিলাম,
আরও বহুকাল আগে?
বলো কোন কালে?
2022-01-31