বলেছি তো। ফিরে এসো।
ভীষণ ব্যথা পেলে।
একা হলে।
হেলান চেয়ারের মতো পাতানো রয়েছে বুক।
আজন্মকাল।
তোমার চেনা ঘ্রাণ, দুঃখ, কষ্ট আর সুখ।
বুঝে নিও।
2024-07-10
বলেছি তো। ফিরে এসো।
ভীষণ ব্যথা পেলে।
একা হলে।
হেলান চেয়ারের মতো পাতানো রয়েছে বুক।
আজন্মকাল।
তোমার চেনা ঘ্রাণ, দুঃখ, কষ্ট আর সুখ।
বুঝে নিও।