এতো ছোট অভিমান আর ভালো লাগে না।
পাহাড়ের অভিমান দেখেছি শত শত বছর,
কাছাকাছি দাঁড়িয়ে।
রোজ রোজ মুখ দেখাদেখি হয়,
অথচ কখনো বুকের ভিতর টানে না।
মানুষ তো আর পাহাড় নয়।
অভিমান মানায় না।
2023-06-19
এতো ছোট অভিমান আর ভালো লাগে না।
পাহাড়ের অভিমান দেখেছি শত শত বছর,
কাছাকাছি দাঁড়িয়ে।
রোজ রোজ মুখ দেখাদেখি হয়,
অথচ কখনো বুকের ভিতর টানে না।
মানুষ তো আর পাহাড় নয়।
অভিমান মানায় না।