Review This Poem

নিমবাতাসের মতো সুস্থতার লক্ষণগুলি ডাল বেয়ে নামতে চায় মাটিতে । যদিও সেই ভেজায় অনন্ত নিশীথের কালো বিন্দু ; কালো তিল – উস্কে দিলেই বটগাছের আনন্দ । এলোমেলো হাওয়ার মধ্যে সফলতা লুকিয়ে থাকে কিনা জানা নেই , তবে যে কোনে দাঁড়িয়ে দিব্যি জেগে থাকে কালবৈশাখি – সেখানে বদলে যাচ্ছে দুপুর অপেক্ষা – আজীবন কলঙ্কধোয়া পথের জন্য দাঁড়িয়ে নতুন পাতা গজানো দ্যাখে, এগিয়ে আসে ছায়া , সহজতর সে আকাশ মুখর, দূরত্ব না ছুঁয়ে অতৃপ্তির রোমাঞ্চে জীবিত থাকি মাঝ আকাশে

ঝুঁকে থাকি জলের নিয়মে ; পিঙ্গলায় চন্দনের দাগ – নির্গত হয়ে যায় রস –

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments