রাতপাখির কোন সাঁঝবেলা নেই , জ্যোৎস্না থাক আর না থাক ঝিঁঝির শব্দে মিশে যায় ডানা –
তেড়েফুড়ে উঠে যাওয়া কাণ্ডের মাথায় আকাশের ভার ; সে রমনী ঈশ্বরী হতেই মাথার কাপড়ে পলিমাটির নিত্যদিন
হাতের নৈবেদ্য নিয়ে এত স্থির হতে পারিনি কোনদিন ; অসুখের সময়ে রক্তজবার টব – পুড়িয়ে দেয় বিছানার আকার
অথচ জীবনের একটাই শর্ত – হাঁটতে হবে ঋণ নিয়ে – শালিকের বাসাভরা চোখে যখন সমুদ্রের উচ্ছ্বাস
ফুলের পায়েল বাজুক ; নদী ভেজাতে ভেজাতে ছটপট করা চাঁদে নির্বাসন ফেলে রাখি , হত্যা করি নিজের সকাল সন্ধ্যা দুপুর