বিকেল উড়ে গেলে চাঁদের দিকে তাকাই – শালিক সংকেতে হাড়ময় রমনীটি হলুদ প্রজাপতির ভঙ্গী ; মাটির নিরীহে সাজিয়ে দেয় ঠোঁটের উপকূল –
আলো কমে যাওয়া মাঠের ছুঁই ছুঁই শীত, নিচুস্বরে মায়া পেখম চমকে দিয়ে নিয়ম মাফিক অশ্রুবোধ ; মগ্ন দিগ্বিবিদিক ; এক সমুদ্দুর পাখি ওড়ে মোহনায়
চারপাশে ছড়িয়ে আছে ভেজা স্বাদ, দীর্ঘ রাত পাড়ির সুপারমুন ; জলরং মিশে গেলে ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে আসে কৃষ্ণকায়া সন্ধ্যা
সংগ্রামী অম্বা কেন যে শিখণ্ডী হলেন
2022-11-13