2/5 - (1 vote)

নভোনীল ফুলগুলি

গাছ আর তারই শিকড়ের কাছাকাছি আসতে চেয়ে এক গৃহের সম্মুখীন হলাম , তার দরজায় আতর মাখানো ওড়না , আর সারাগায়ে ঝুমঝুম শব্দে গান বাজছে , আমি আঙুল দিয়ে ছুঁতে চাইলাম লজ্বাবতী লতার সমস্ত আলো , হৃদয়টি আঁকা হয়ে ওঠেনি তখনও – মাথার ওপর তপ্ত সূর্যের জ্বালা ; কণ্ঠনালীতে এক মরুর হাহাকার – পান করতে চাই নাড়ীর ভেতর সমস্ত নির্যাস – এ কোন পাতাল ? সমস্ত ফুলগুলি এক সাথে ডেকে উঠলে তবে তো পূর্ণতার আশ্চর্যে অন্ধকার দাঁড়িয়ে থাকবে নির্বাক –

এতো মৃত্যু নয় – এক প্রকাণ্ড সরোবরের তীরে আমি আমারই ছায়া দেখতে পেলাম – যে কেবল এঁকেবেঁকে পাঁকের মধ্যে খুঁজে চলেছে নিরন্ন ভেটুক —

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments