Review This Poem

হৃদয়ের মাঝে যেসব সূর্যমুখী ফুটে আছে, তার নিঃসঙ্গ দোলায় কয়েক জোড়া তিতির নিঃশব্দ ; জমির পাড়ের গন্ধ জুড়ে পঞ্চস্বর ; বৈধ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই এখনো , সূর্যের আলো ছড়িয়ে আছে কামুক ডিবি থেকে প্রশান্ত বিল –
রিক্ত পত্রমর্মরের কাছাকাছি অভিমানী আগাছা – দোষ কারও নয় – এটা বোঝাতে পারিনা কখনো, বোবা পুরুষটির সারা গায়ে কর্কশ, ঝোপের মাঝে হারিয়ে যেতে তুলে নেয় একগুচ্ছ ভাট ফুল –
প্রতিটি রিপু মাঝে একটি পদ্মাবতী ; পদ্মানদীর মতো অন্তর্লীন, বিভঙ্গে কিছুটা মেঘ। তবু বাকল ছাড়ানো অর্জুন গাছের চকচকে শরীর থেকে ভাবনাটা সরতে চায়না কিছুতেই –

প্রজাপতিরা উড়ে গিয়ে বসে বোরোধানের প্রদীপে –

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments