ঝড় হয়।
নির্দিষ্ট রুটিনে নয়—
কখনো সকালে, কখনো বা রাতে।
বিকেলের দিকে যদি হয়, তবে সেতো লাল—
দুপুরে ঘোলাটে। কিছু সে হলদেটে। আর থাকে কালো।
ঝড় হয় ভালো ৷ যা বেশি তা ঝড়। হয়ে না ওঠে
দমকা হাওয়া। বৃষ্টি। মন তো ভরে না। সরে না প্রকৃতি।
চৈত্রকে ছাড়ে না৷ যদিও বা নাম
কালবৈশাখী, ঘটে তার কাছাকাছি কালে।
আমাদের সব ঝড় চলে বাঁকে বাঁকে।
বৈশাখ মাসেই বেশি উৎপাত থাকে।
এরচেয়ে ঝড়কাল বলা বোধহয় ভালো।
ঝড় হয় মাঠে ঘাটে, ঝড় হয় মনে।
সব ঝড়— কি দৃষ্টিগোচর
হয়? কিছু ঝড় ঘটে
মানবের অগোচরে।
ঝড় বড় বিপদের। তবু ভালো লাগে।
এ জীবনে ঝড় ছাড়া কী বা আর আছে?