5/5 - (1 vote)

বিদ্যুৎটা খুবই দরকার, হে মাননীয় সরকার।
পানি নেই ট্যাংকিতে, মোটর চলে না,
রান্না হয় নি ঘরে, হিটার চলে না।
কাউকে ফোন দেব, চার্জ নেই মোবাইলে,
ল্যাপটপ ডেক্সটপ বন্ধ লোডশেডিংয়ে,
পড়িতে পারি না আমি ডিজিটালে,
ঘুমাইতে পারি না পাখা না ঘোরালে।
এক কাপ কফি খাব কফি মেকার বন্ধ,
চা খাবো ইলেকট্রিক কেটলিটাও বন্ধ।

রাইস কুকারে আর ভাত রান্না হয় না,
মাইক্রওভেনটাতেও অনেকদিন খাই না।
কত দিন ভিডিও কলে তোমায় দেখি না,
অনলাইন ব্যবসাটা যাচ্ছে ডুবে প্রচার হয় না।
অফিসটা বন্ধ আছে, প্রজেক্ট চলে না,
ক্লাস বন্ধ আছে, প্রজেক্টর চলে না।

ফ্রিজের সব খাবার যাচ্ছে গো পচে,
টাকা তুলতে পারছি না যেয়ে এটিএমবুথে।
ইজিবাইকে নেই চার্জ, চলে না গাড়ি আজ,
বিদ্যুৎ ছাড়া চলে না ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড।
এ যুগের মানুষ আমি চিনি না হারিকেন কুপি,
কিভাবে চলব বিদ্যুৎ ছাড়া আমি?
তাই বিদ্যুৎটা খুবই দরকার ভীষণ দরকার
আধুনিক যুগে অলস আমি বিদ্যুৎ ছাড়া অসহায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments