5/5 - (1 vote)

তুমি শেষ ট্রেনের হুইসেল শুনতে কি পাও?
এখনো কি অভিমান করবে?
বলবে না ভালবাসি, দেবে না বিদায়?
শেষ ট্রেনে চেপে আমি একটু পর নেব চিরবিদায়।

লাল শাড়িটা পড়ে আসো,
যদি ট্রেনটা আরও কিছুক্ষণ দাঁড়ায় লাল সংকেত দেখে।
লাল চুড়িটা, লাল টিপ, আর লাল লেইজ ফিতাটি পড়ে নিও।
আলতা রাঙ্গা লাল রং, আর মেহেদি রাঙা লাল হাতটা বাড়িয়ে দিও।
জানি এসবই কল্পনা, তুমি আর আসবে না।
আমি চলিলাম শেষ বেলা আর দেখা হল না।

ট্রেন এখুনি ছাড়বে, তুমি আর একবার আসবে না?
টিকেট কাটা হয়ে গেল, জানালার পাশে সিটটা।
পাশে আরও সিট খালি ছিল।
সবই ছিল শুধু তুমি ছিলে না আমার।
একটু পর চলতে শুরু করবে দূরের অজানায়।

প্লাটফর্মে থেমেছে ট্রেনটা, ডাকছে এখন আমায়
তুমি অভিমানী আসো নি দিতে বিদায়।
স্টেশন মাস্টার সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে
এখুনি বুঝি দিলো ট্রেনটা ছেরে
অজানার উদ্দেশ্যে চলে যাব, ফিরব না আর।

এখন সবুজ পতাকা উড়িয়ে আমায় নিয়ে চলল ট্রেনটা
তুমি যদি আসতে দেখতাম দিয়ে জানালা।
হয়ত তুমার লাল শাড়ীটিকে সংকেত ভেবে থামতে পারে ট্রেনটা।
বিদায় এবার শুরু হল চির বিদায়ের যাত্রা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments