Review This Poem

দিনে পাঁচবার মসজিদে যেয়ে,
জান্নাতের চাবি পেতে নামাজ পড় বেশি করে।
লা ইলা হা ইল্লাল্লাহু পড়ে ইমান এনে,
নাজাত লাভ কর বেশি বেশি কলেমা পড়ে।
এক মাস তোমরা রোজা পালন কর,
সম্পদশালীরা তোমরা সবে যাকাত আদায় কর।
আর যদি সম্ভব হয় মক্কা মদিনা যাও,
হজ্জ ওমরা কর জীবনে যদি কখনো সুযোগ পাও।

হালাল হারাম মেনে চলে তোমার জীবন গড়,
ভালো কাজের কথা বলে মানুষকে ভালোবাসো।
আখেরাতের উপর বিশ্বাস আনতে হবে,
পুরস্কার পেতে বেশি করে আমল করতে হবে।
এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে,
বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে।

আমি তুমার অধম পাপী বান্দা,
দুই হাত তুলে তওবা করি ক্ষমা কর আমায়।
“আল্লাহুম্মাগফিরলি” বলে জিকির করে,
ডেকে ডেকে কেঁদে মরি অধম বান্দা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments