5/5 - (1 vote)

ইয়া গাফুর ইয়া গাফুর ডেকে যাই আমি,
আমি গুনাহগার বান্দা, আল্লাহ ক্ষমা কর তুমি।
এই দুনিয়ার সবই মিছে, সত্য শুধুই তুমি,
তুমি না দিলে কার কাছে চাইব আমি।

আদম হাওয়া ভুল করিয়া খেল গন্ধম ফল,
ভুলের মাশুল জান্নাত থেকে দুনিয়াতে গেল।
তারপর তুমি ক্ষমা করে দিলে তাদেরকে,
আদম সন্তান আমি পাপী ক্ষমা কর আমাকে।

হাদিসে লেখা আছে অনেক গুনাহ মাফের কথা,
সেগুলি বলে ডাকি আমি মনে নিয়ে আশা।
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’
একশ বার পড়িয়া নিলে,
ক্ষমা লাভ হইবে গুনাহ সব,
এমনকি সাগরের ফেনা হইতে বেশি হলেও মেলে।

ইয়া গাফুরুর রাহীম ইয়া রাহমানুর রাহিম,
দয়াবান আল্লাহ আমাদের তওবা কবুল করে ক্ষমা করে দিন।
গোনাহগার আমি পড়ি ‘আসতাগফিরুল্লাহাল আজিম’,
‘ইন্নাল্লাহা গাফুরুর রাহিম’, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন।
আলিফ লাম মিম উচ্চারণ করতে মধুর,
পাপী আমি ডাকি আশায় আল্লাহ তুমার ক্ষমার।
করেছি অনেক ভুল সবাই করিও দোয়া
যার হাত পছন্দের আল্লাহ তার উছিলায় সবাইকে করিও ক্ষমা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments