3.5/5 - (2 votes)

আবার যখন দেখা হবে করব না একই ভুল আর
এবার তোমায় রেখেই দেব, হারিয়ে না যাও আবার।
তোমার জন্যে প্রতীক্ষার প্রহর যাচ্ছে শুধু বেড়েই
ইস সেদিন যদি ভুলটা না হত, যেতাম না হেরে।
কবে আবার হবে দেখা গুনছি দিন শুনছ কি তুমি?
জমিয়ে রাখা ভালোবাসা নিয়ে আসব আমি।

গ্রীষ্ম বর্ষা শরৎ চলে গেল হেমন্ত এখন চলছে,
শীতটা পেরিয়ে গেলেই তবে ভালবাসার বসন্ত বইবে।
আচ্ছা যদি এমন হয় আমি নাই বা এলাম
তুমি কি আমায় খুঁজবে?
কিংবা ধর অনেক দেরি হয়ে গেল
এতদিন কি অপেক্ষা করবে?

রাত যায় দিন আসে আবার রাত হয়
সবাই পায় তাদের প্রিয়জনকে, আমার না সময় হয়।
বিষের পেয়ালার বিষ গুলি সব বাষ্প হয়ে যাচ্ছে
একদিন সব বিষ ফুরিয়ে যাবে, তখন সব কষ্ট হারাবে
মনের ভেতরের আশাগুলো সব কেঁদে কেঁদে মরছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments