4.5/5 - (2 votes)

অনুভূতি মানে আসবে না জেনেও করা প্রতীক্ষা।
অথবা কারো জন্যে চোখ দিয়ে জল ঝরা,
অনুভূতি মানে মানুষের ভিড়ে কাউকে খোঁজা,
অচেনা হয়ে গেছি জেনেও মনকে বোঝাতে না পারা।
আমার সুখের অনুভূতি নেই, আছে কষ্টের অনুভূতি।

অনুভূতি মানে প্রিয়জনকে হারানোর ভয়,
শত আঘাতের পরও তার কাছেই ফিরে আসার অনুভূতি।
কারো জন্যে নিজেকে নিঃস্ব করে ফেলাটাও অনুভূতি।
কারো জন্যে নিজের সুখ বিসর্জন দেওয়ার অনুভূতি।

অনুভূতি মানে প্রতিক্ষণ কারো জন্যে মন কাঁদা
হাজার কষ্টের মাঝে তার কাছে সুখ খোঁজা
অনুভূতি মানে স্মৃতির বেদনার জলধারা
হাজারো মানুষের ভিড়ে শূন্যতার অনুভূতি।

আর আমার কাছে অনুভূতি মানে-
ভালোবাসায় কেন এত কষ্ট!
হয়ত ভালোবাসা নেই এই জীবনে আর
ভালোবাসার অনুভূতি সেটা হয়ত পাব না কখনো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments