বাংলা কবিতা, সুইসাইড কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
4.4/5 - (12 votes)

কাল তুমি উড়ে গ্যালে,
পাখনায় ইস্তফা দিয়ে- আমি তবু পড়ে আছি ঘরে-
পাখিদের উৎসবমুখর এই অরণ্যের ঘ্রাণে,
আমি তবু পড়ে আছি- বারবার যেমন থাকি; সঙ্গীরা চলে গেলে সংগমে।
রাত্রিরা খাক হয়ে গেলে,
বিড়ালের মতো কোলে মুখ গুঁজে-
মৃত্যুর মতো; যেমন জীবনের সহনীয় শেষে মাথা গুঁজে থাকে।

পাহাড়ের মতো মিথ্যার মিথ তুলে,
আমি চেয়ে দেখি কতদূরে- প্রতি শ্বাসে পথ গুণে দেদারছে চড়ে যাচ্ছে চূড়ায়-
ঈগল, হাওয়া পাখনায়-
চেরায় চেরার উঠে আসছে মাংস- সাদা বরফের কুলফিতে যেমন থিতিয়ে আছে রক্ত-
পাখনা পেখম ঝাপটে ঝাপটে- আমি শূণ্য হয়ে আসি-
টানটান সোজা হয়ে নিরস্ত্র-নিথর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments