বাংলা কবিতা, শিল্পিত পুঁজিবাদ কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
Review This Poem

ফিনফিনে স্কার্ট উড়ে যায়,
হলঘরে চটকদার কার্পেট নামে- বিষাদ চেপে ধরে-গিলে খায় মগজ, বিজলীরা বিজ্ঞাপনে ঝরে, উল্কায় ছিটে আসে উল্কি, ফোটনের উল্লাস বুকে নিয়ে শহরের আলতো কোমরে আলফারা নিয়ে আসে মিলন, ডানা ঝাপটায়, শিল্পিত কোলাজ হয়ে আসে কোলাজেন- আমি বিক্ষিপ্ত হাঁটি, জানি মেনে নেওয়াই শিল্পসম্মত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments