ভ্যাট দিয়ে যান, প্যাট ভরে খান,বাজার দরেই আগুন, ফ্যান না ঘোরে, এসি-ই চলুক,আমলাদের আজ ফাগুন।
রাস্তা ফি-সন, ভাঙছে ভীষণ, কার বা তাতে কী দায়? রিসকা-বাহন, চড়ছে যেজন,দুখছে কোমর বেজায়।
তাদের তাতে কীবা আসে? তাদের তাতে কী যায়? সঙ্গে থাকেন বদ্যিমশায়,ভরসা আছে ভিসায়।
দেশের টাকায় হচ্ছে সেতু,বাড়ছে গরিব,বাড়ছে কেতু,মিডিয়া কি বেজায় ভীতু?ওসব কথা বাতিল-
বাজেট ক’বার, বাড়ছে ক’গুন,অঙ্কটা বেশ জটিল।
দেশের প্রচুর,বাড়ছে টাকা,বাইরে টি’টপ, ভেতর ফাঁপা,ডেসটিনি আর হলমার্ক তাই,বাড়তি টাকা, করছে সাফাই।
আমি-তুমি যতই লাফাই-তাদের কী যায় ছেঁড়া,শান্তিপ্রিয়, মুখবাঁচিয়ো-বুদ্ধিজীবক যাঁরা ।
বলবি কি তুই, কী অধিকার? যোদ্ধা সে, বাদ-সব রাজাকার, ব্যাংক, বীমা হোক শেয়ারবাজার, সবকিছুতেই তার এখতিয়ার, ভ্যাটের বেলায় দ্বায়িত্ব আমার, ভর্তুকিই সাজা-রাজনীতি আজ রাজার নীতি-ভ্যানিশ-নীতির রাজা।
এসছে নতুন এ্যালকেনামা,সোনা বেজায় হচ্ছে তামা,রাবিশ বলেন মাল’টু মামা, আমলারা তো ভাস্কো গামা, ঘুরছে বেজায় বিদেশ- বদি’ই কেবল প্রগতিশীল, গুঞ্জন সব ফ্রেশ।
অভিজিৎ হোক, সাগর রুনি-খুলে’য়াম ঘুরছে খুনি, টক’শোতে সব জ্ঞানী-গুনী, উন্নয়নের গল্প শুনি।
পদত্যাগ করবে বদি-প্রমাণ কোনো দ্যাকাও যদি,শুনে আমি ভাবি যে হায়-যাহাই বলুন রসিক বেজায়।
বদির কথা এখন থাকুক- লাগছে আরো ভেলকি লাগুক,বুঝতে গেলে আজব লাগে,বাতাস আসে, কয়লা ভাগে।
চোখ সরে না স্বর্ণকারের,সময় সুযোগ পেলেই পাছে-সব হয়ে যায় তামা,বলবে কিছু? বলতে পারো
বিরলকেশী মামা।
নির্বাচনের নতুন ধরন,কারচুপিতে বিশ্ববরণ,কানা ছেলে পদ্মলোচন,তিমির যতই গাত্রাবরন-তারো অধিক বিচার,
আসছে বছর আবার হবে,ন্যাতাতান্ত্রিক ফিচার।
মিটিং-মিছিল-বেশ-সমাবেশ- থাকতে নাহি বিরোধ-আবেশ, যদি থাকে থাকবে না কেশ (গুপ্ত বা হোক প্রকাশ), একুশ দশক প্রকল্পের এই-গণতান্ত্রিক বিকাশ। অনেক হলো বিকাশ-টিকাশ, এবার করুন হিসাব-নিকাশ,ব্যাংকে কত জমা? অনেক হলো দেশের সেবা-আখের গুছাও মামা।
উন্নয়নের এতোই যে রেশ, কর্কটে আজ ভুগছে প্রেস, ফেলানি আজ দুলছে ভীষণ, সামনে আছে অনেক মিশন,
তিস্তা হোক আর ট্রানজিট হোক, থাকতে হবে চুপ, বাধ্যতা কী বলবে কথা, থাকলে পরেই মুখ?
এবার আসুন আসল কথায়, বুদ্ধি যতই থাকুক মাথায়, বিকোতে চান সঠিক দামে? চলে যাবেন ঐ মোকামে।
বিকছে আজি, বিকছে সবি, সাংবাদিক হোক লেখক-কবি, ওসব ভুলুন, টেনেই তুলুন,নয় অনুরোধ। আদেশ।
উন্নয়নের দোলাচলে-দুলছে ভালোই, স্বদেশ।