শিকারের মতো শুয়ে আছি-
রাত্রের কোল ঘেঁষে- রুপসী জোছনার ফেনিল আসমানে চেয়ে,
শৈশব পার হয়ে গেলে, আমি একাকী বিছানায় চেয়ে চেয়ে ভাবি চামড়ার আকুলতা ক্যানো চলে আসে!
কোথায় কুয়াশায়, কবে দেখেছি পথ হেঁটে হেঁটে পার হয়ে গ্যাছে কিশোরী মা,
রোমশ ঘাড় নিচু হয়ে আসে,
জলপাই বনের নিবিড় আন্ধারে- কই শোনা যায় সারস- অঘোষিত প্রস্তাবে খোঁজে-
জীবন; ক্যানো- এসে যায় অযাচিত- যৌবন এসে যায় যেমন- উৎকট চামড়ার আহ্লাদে।
2020-10-15