সূর্যও জানে তার অসম্ভব বাষ্পীতা,
নিদাঘ ত্বকের নিচে ছেঁতলে আছে কুহেলী- হেমন্তের পাতাদের মতো- ক্ষীণ ভিজে আকীর্ণ আঁধারে সে থরথর কাঁপে শীতে।
যদিও সূর্য নেবে এলে পাখিরাও ধান খুঁটে ফের- ফিরে যায় নীড়ে।সময়ও নিভে যায়, নেবে যায় জীবন- বিপন্নেরা অবশেষ কড়া নাড়ে লাশকাটা ঘরে।