কেউ কি জানো সদাই কেন হাম্বাদেশের রাজা-
ফটোর ফ্রেমে টানিয়ে রাখেন উন্নয়নের গাঁজা?
গঞ্জেবাড়ি, তবুও নারী লুকিয়ে রাখেন কেশ,
হাসিরহাঁড়ি, চমৎকারী, নামটি বেজায় বেশ।
নাই বা জানো, সদাই শোনো সেই দেশেরি রাজা,
শোনেন জানেন, ভীষণ টানেন সিদ্ধি-আফিং-গাঁজা।
মন্ত্রী সেথায়, বেজায় হাসায়- লেপ মুড়ি দেন ঘাড়ে,
সকাল বিকাল সিনান করেন- শীতের অত্যাচারে।
বেজায় কালো- ভীষণ ভালো, মন্ত্রীমশায় ওরে!
শোনরে হনু, ঝুঁকিয়ে জানু- দেখে এলেম তারে।
রাষ্ট্রপতি চালাক অতি, এড়িয়ে চলেন সব-
সিনানঘরে রচন করেন, বেমক্কা বিপ্লব।
পত্নী নাকি, বাতুল বেজায় দেখতে আসে লোকে-
কপালে সে পলিস লাগায় আলতা মাখে চোখে।
জানো কি ভাই, আমলা হেথায়, দুরস্ত ও কেতা,
তার কাছে তো হার মেনে যান তাবড়-তাবড় নেতা।
সকাল সকাল জুতার সাথেও বুরুশ করেন কেশও-
আজকে তিনি মাথাই ব্যাচেন, কালকে ব্যাচেন দেশও।
রাতগুলো সব, এতোই সরব- বুদ্ধিজীবীর হাঁকে,
কিন্তু আজব, বিষয় সবাই- হুক্কাহুয়া ডাকে।
বোম্বাগড়ের নিকটতর দেশটি ওথায় ওরে-
শীতেও সেথায় শীত পড়েনা, কাক মরে না ঝড়ে।
নারী সেথায় ব্লাউজ পরেন, পুরুষ টানেন ধোন,
লোকে সেথায় ইউজ করেন, ব্রাউজ করেন ফোন।
জানবে না ভাই সেথায় এখন উন্নয়নের জোরে,
গাধারা সব শিকার করে, মাছেরা সব ওড়ে।
চ্যানেলগুলো, দারুণ হুলো- এই দেশেরি ভাই, ধরাধামে এমন দেশ আর- দ্বিতীয় পিস নাই।
রিপাবলিকের অর্থ- প্রজাতন্ত্র বানায় লোকে,
কবি হেথায় জাবর কাটেন লেখক গাঁজা ফোঁকে।
টাকের উপর ট্যাকটেকিয়ে পয়সা ছুঁড়ে দিলে,
নেতারা সব গদগদিয়ে গলিয়ে ফেলে পিলে।চোরের উপর বাটপারিতে নেতাই যখন টপে,
পুলিশ তখন অষ্টপ্রহর তাদের মালা জপে।
বোম্বাগড়ের নিকটতর সে এক বেজায় দেশ, গুণাগণের কি বলি আর, নেই যে তাহার শেষ।
একটি বালিশ তুলতে সেথায় হাজার টাকা লাগে,
কয়লা দিয়ে দাঁত মেজে সব সকালবেলায় হাগে।
ভালোরা সব সেই দেশেতে বন্ধ থাকেন ঘরে,
চোরেরা ভাই বুক চিতিয়ে সমাজসেবা করে।
এমন দেশ ও আজব বাহার দুর্নীতিতে ভাই,
ধরাধামে দ্বিতীয়টি- এমন দেশ আর নাই।