বাংলা কবিতা, নীল হাওয়ার সমুদ্র কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
4.5/5 - (6 votes)

তবু-
যেদিন শব্দের দোকান ফুরিয়ে যাবে-
তুমি কি আসবে না?
বিকেলের তুলোট মেঘের মতোন, ভেসে ভেসে; আকাশে!
জানোনা? আমি খুব কবির মতোই একা!
যতোবার লিখতে চাই,
তোমার জন্য একটি অমল-শুভ্র কবিতা
আমার হাত ফেটে উৎক্ষিপ্ত অগণতান্ত্রিক রক্ত,
লাল-নীল স্পার্কে জ্বলে ওঠে অফুরান অঙ্গার।
শুধু বারুদ ও ফুলকির জন্য উসকে ওঠে কবিতা। আহ!বিপ্লব!

তবু, নারী দেখলে আমারো-
অথর্বের মতো কাঁপে বুক,
স্ফীত হয়ে ওঠে ধমনী-
মনে হয়; আমিও হতে পারি প্রেমিক চিল
বিকেলের ম্লান রোদে গা ধুয়ে,
পলকা ঘুড়ির মতোন আকাশে।

মনে হয় ছুটে যাই;
হাত ধরি; বলি
পৃথিবীর মতো প্রেমানুকুল হাওয়া পাবে না তুমি-
পাবে না; আমার মতো একলা নাবিক সমুদ্রে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments