বাংলা কবিতা, দ্বিতীয়ত মৃত্যুর সুঘ্রাণে কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
4.2/5 - (5 votes)

সবকিছু তরতর করে ভেঙে পড়ছে আমার; অনামিকা।
রেডিয়ামের মতো জ্বলে জ্বলে ফুরিয়ে আসছে ভালোবাসা,
মোমবাতির মতো নিভে যাচ্ছে জীবন-
আমি উন্মুখ মূক হয়ে পড়ে আছি,
নক্ষত্রের মতো শতকোটি বৎসর জ্বলে থাকার, প্রতিশ্রুতি প্রতিশব্দ হয়ে হারিয়ে যাচ্ছে আঁধারে-
টানেলের ভিতর ঘুরে ফিরে তলিয়ে যাচ্ছে
সুতীব্র চিৎকার-
মেধাবী দাঁতেদের ভীড়ে হারিয়ে যাচ্ছি একাকী শৈবাল-
তোমাদের পৃথিবীর দুর্লভ আকাশ,
উদ্দীপনা- যথাযথ সংবেদ হারিয়ে যাচ্ছে চেতনায়-
কতোখানি নতজানু হলে কষ্টকে উপেক্ষা করে, মাথা বাঁচিয়ে যাওয়া যায়-
কতখানি একা হলে হকারের দিকে পিছ ফিরে শুনে নেওয়া যায় অকথ্য টিটকিরি-
কতখানি সাহস জমা হলে ছেদ টেনে দেয়া যায় দৃশ্যত শিরায়-
কতখানি প্রমাণ একাকার হলে বলা যায়- মানুশ আদতে অসহায়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments