বাংলা কবিতা, চারশো বছর, পারমিতা কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
4.8/5 - (5 votes)

চারশো বছর, পারমিতা-
মানুষের কঙ্কাল সাদা হয়ে আসে এতোদিনে,
সব স্মৃতি বিস্মৃতি হয়ে যায়,
একেকটা প্রাচীন স্থাপত্য বুড়ো হয়ে ধ্বসে পড়ে,
অভিধানের ভিতর বেমক্কা ভেজাল ঢুকে পড়ে,
একটা নদী মরে যায়, অপরটা পথ বদল করে।
চারশো বছর- একেকটা বিশ্বযুদ্ধ ঘটে যায়,
একটা মহামারী আসে,
অজস্র কবরের হদিস হারিয়ে যায়,
অনেকগুলো অর্থনৈতিক ধ্বস নেমে আসে,
সূর্য অনেকটা জ্বালানি হারিয়ে ফেলে,
পৃথিবী কক্ষপথ চারশো বার ঘুরে আসে।

চারশো বছর, আমি গাছের মতো ধৈর্য্য নিয়ে দাঁড়িয়ে আছি, পারমিতা।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Md. Helal Uddin
Md. Helal Uddin
1 year ago

Mind blowing