কুকুরের ঘন ঘন সঙ্গমে-আসন্ন কার্তিক মাস।
তোদের নগরে শুনলাম- কুকুর নিধন কর্মসূচি আসছে!
দেখা যাবে অসংখ্য কুত্তার বাচ্চা রেজিস্ট্রেশন করতে গেছে,
বলেছে; দেখিয়েছে; সরকারী দস্তখত- গলায় ঝুলিয়ে মিছিল করেছে;
বাঁকা ন্যাজ নিয়ে দৌড়েছে রাস্তায়-
আর ভাদ্রের শারদীয় উষ্ণতায় লালা ঝরে- তাদের লকলকে সাদা লাল জিহ্বায়।
এর মধ্যে অগণিত শল্য-চিকিৎসক জানিয়েছেন-
“তেনারা সরকারী কুত্তা এবং তাহাদের কামড়ে জলাতঙ্কের সম্ভাবনা ক্ষীণ।”
এই ইসতেহার অগণিত মিডিয়ার টিভি পর্দায় ঝড় তুলবে।
তাদের অসহিষ্ণু উল্লাসে ভেসে যাবে- আমদের সাধারন, কমরেড, গণতন্ত্র, সমাজতন্ত্র আরো সব অপ্রয়োজনীয় শব্দ।
এক টুকরো মাটির লোভে আবারো কামড়াকামড়ী আর
সঙ্গম করে যাবে অগনিত- সরকারী ও বেসরকারী কুকুর।