উড়ে যায় বিষণ্ণ মেঘ, বিবস্ত্র মরাল নামে-
পৃথিবীতে অনেকেই উবু হয়ে আছে, জানে-
অপূর্ব পাখিদের পাখনায়ও রক্ত- উদগ্র মাংস নিয়ে চলে,
সম্মুখে পালকের মতো আশ্চর্য আন্দাম মেলে- শুভ্র বিহঙ্গিনী তুমি,
আকসর কবিরাই বলে-
পাছে জানি সকলে, ভোজনরসিকেরই দলে।
2020-08-28
উড়ে যায় বিষণ্ণ মেঘ, বিবস্ত্র মরাল নামে-
পৃথিবীতে অনেকেই উবু হয়ে আছে, জানে-
অপূর্ব পাখিদের পাখনায়ও রক্ত- উদগ্র মাংস নিয়ে চলে,
সম্মুখে পালকের মতো আশ্চর্য আন্দাম মেলে- শুভ্র বিহঙ্গিনী তুমি,
আকসর কবিরাই বলে-
পাছে জানি সকলে, ভোজনরসিকেরই দলে।