আমি কান্নায় ঢেকে রাখি নির্জন উরু-
জানি সন্ধ্যার রঙেই ফ্যাকাসে হয়ে আসে গোলাপ-
জানি আগামী দিনও এই মেঘলায় কেটে যাবে দুপুর-
স্মৃতিতে বারান্দায় কখনো ছিলো বনসাঁই রোদ্দুর-
মখমল গালিচা, সোনালী স্তম্ভ;
জানি বিকেল এলে জানালা,
জানালায় উঁকিঝুকি মারে আচমকা মেঘ-
ঝেড়ে উৎসব, ফেটে পড়ি-
এইসব বেডরুম উৎসাহে উঁকি দিয়ে দেখেছি অনেক ধ্বংস ও কিয়ামত-
উৎকৃষ্ট পাঁজরে ফাঁস নিয়ে ক্ষুৎকামী আত্মা-
পিয়ানোর মেমব্রেনে আটকেছি আঙুল-
আমি জানালায় দেখি উড়ুক্কু কাক ও দোয়েল; একখানা শবযাত্রা-
কবে আরো দেখেছি ভেনেসা’র কৌশলী মাংস ও কৌশলী নখরে ছিঁড়ে খাওয়া।
অভুক্ত লিভার আমার,
নিলয়ে এঁকেছিলে রোদচশমা-
এখন দেখিনা সূর্য, হৃদয় আমার মদ্যপ,
বিষন্নতা নিলাম হয়ে যায়-
ঝংকারে ও মুদ্রায় নাচে কর্কট দোয়েল-
আমি উৎকট ভেসে থাকি-
ফিনাইল বারান্দায়, ডেকচিতে উড়ে আসে ফরমালিন-
নাক চেপে ডুব দিই। জানি; এইখানে সুখ তবু ফরমালিনের একক মিষ্টতায়-
জানি ভুলে থাকা যাবে ভেনেসা’র উর্বর ও ফাঙ্গাসে,
যাচ্ছেতাই;
বিকেলের আলো নিভে গেলে ঝুঁকিহীন রেডিও বাজে-
ঝনঝন ঝরে পুরনো অভ্যাস- টুংটাং র্যাগি-
মারমেইড আন্ধার আন্ধা করে- মাছেদের জলকেলি মুছে যায়, আখবার খুলে যায়;
চোখের সামনে দেখি- রংবাজ ও খুন; নারী ও ধর্ষণ, রাজনীতি ও মামলা-
একটি ম্যামল বুক খুলে আসে-
পিঠমর্দক চাই নারী-
ঝুলে পড়ে স্তুতি ও স্তন-
উৎকট আগ্রাসী টেস্টিস-
পিরামিড স্তনে, অনেকের পিত্ত জ্বলে, আমার জ্বলে যায় পিত্তাশয়। জানি পিউপিলে পিউপিউ করে দুর্লভ লা-পাওয়া-
ভেনেসা’র জঙ্ঘাস্থি, টনটনে বুক-
টুকটুক আঙুল-
হ্যাঁসফ্যাঁস স্বরভ্যাস-
বুকের রাস্তায় তিল-
ঈষদুষ্ণ নাভি-
খানিক বাঁকা গলা-
তীব্রতর কণ্ঠহার –
ছুঁচালো ক্ল্যাভিকল-
তেকোনা স্বরবতল।
জানি এই রাস্তায় কুড়িয়ে আরো পেয়েছে প্রেমিক-
দুর্লভ সুযোগ্য চোখ-
ত্যালতেলে তুলি-
অনভ্যাস ও ক্যানভাস- ফরাসি সুবাস।
একাস্টিক কাটাকুটি-
নিচের রাস্তায় ফিসফাস ছুঁটে চলা পিস্টনে।
ভেনেসা, এইসব লাউঞ্জের লাইটটা নিভিয়ে-
ড্রয়িং’য়ের আলো জ্বেলে অথবা বেডরুমে ল্যাম্প-
জানো ল্যাম্পপোস্ট ধরে জ্বর নিয়ে বসে থাকে যুবা-
তোমাদের ঘর্মাক্ত কলোরোলে চোখ পড়ে,
উত্তাপ স্প্রিং- স্প্রিন্টার বুঁক।
জানো, এইসব দিনরাত্রি আলো-ইতিহাস-বিকেল সঞ্চয় করে বিষ্ময় বর্শা।
জানো, বর্ষাতিহীন চলে যায়- কদমে কদমে ফেঁটে যায় পরাগাধার।
জানো, রাত্রি এলে হুটহাট ডেকে ওটে প্যারেনথিসিস হৃদয়-
আমাদের উল্লাসহীন বেতারিক প্রেম- উত্তাপহীন কথা-
দ্রবীভূত নিরবতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চলে যায় জাইরাসে।
জানি বেঁচে থেকে পর্যাপ্তই দরকার উদ্দীপনা ও সংবেদ-
হৃদয় কুশীলব এক;
জানোনা হেমিস্ফিয়ারে টুপটাপ ঝরে পড়ে কান্না-
জানোনা বেঁচে থাকলেই;
উদযাপন করতে হয়- রেচন, সঞ্চালন ও বেদনা।
2020-08-30