আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে হারিয়ে যাই,
তুমি হারাও কি? অথবা হারিয়েছ?
সিনোরিতা!
আমি চলে যাই সুদূর সেই স্পেনে, যেখানে
ইবিজার সমুদ্র সৈকতে স্নানরত তুমি-আমি
তোমার শরীরের ভাজেঁ ভাজেঁ লুকোচুরি!
উকিঁ দেয় আমার কামনা, তৃপ্তি-অতৃপ্তিরা!
মাদমোয়াজেল!
তোমাকে হারিয়ে ফিরি প্যারিসের বুলেভার্ডে
ল্যুভরে মোনালিসা লজ্জিত হয় তোমার সৌন্দর্যে!
কোন এক শ্যাতোর সামনে গীর্জার পাশের রাস্তায়
আমার বেহালার সুরে উন্মত্ত তুমি নৃত্যে!
সিন-ইয়ান!
হেঁটে হেঁটে চলে যাই, পারি দিই সেই মহাপ্রাচীর
তোমার আগমনে চৈনিক সভ্যতার যেন আয়োজন!
মাও-সে-তুং যেন তোমার অপেক্ষাতেই!
দখল হবে এশিয়া, ভালোবাসা কিংবা যুদ্ধে!
পেরদেরে!
তোমাকে নিয়ে ভেনিসের নৌকার মাঝি হয়ে ভাসি
বন্ধ চোখে ডুবে যাই তোমাতে, নদী, তোমার গভীরতায়!
পালিয়ে চলে যাই সিসিলির গভীরে কোন দ্বীপে, সেখানে
হারাই হাহাকারের ওপেরা কিংবা উন্মত্ত ব্যালেট ছন্দে!
আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে হারিয়ে যাই,
তুমি হারাও কি? অথবা হারিয়েছ?
কখনো?
একটিবারো?