বাংলা কবিতা, শেষ মুক্তি কবিতা, কবি কানিজ ফাতেমা খুশি - কবিতা অঞ্চল
Review This Poem

লাঙ্গলের ফলা তুলে –
চোর আমার ঘরে সিঁধ কাটে অবিরাম;
নেশাতুর ঘুম মৃত্যুপুরীর আবাসন,
তৈলজ চিত্র আঁকে নিভৃতে ৷
চাঁদের হাসি নিরালায় লুকিয়ে কাঁদে,
ভোরের আলো ম্লান হতে দ্বিধা করে না;
গোধূলির আবছা আলোয় ম্রিয়মান মন,
আড়িপাতে কোনঠাসা জগতে ৷
হাহাকার আর হাহাকার –
নেই কোনো সুখ-শান্তির অবশিষ্ট সেখানে ৷
তবে কিসের নেশায় মজে মন!
কিসের কারণে চলে ওজন দাঁড়িপাল্লায় দিনে-রাতে?
লজ্জা নেই ক্লান্তি নেই, নেই কোনো দ্বিধা-দ্বন্দ্ব;
মানবরুপী হনুমান! অঙ্কিত ক্যানভাসের মধ্যমণি,
সদা আবাসস্থলেই থাকে বিদ্যমান ৷
দয়াময় করি গো অনুনয় হাতজোড় –
শক্তি দাও’ দাও কিছু ধৈর্য্য আরো আমায় ৷
লাঙ্গলের ফলাটা তুলে ভেঙ্গে দাও –
আর প্রকৃতিকে বলো,
আমাকে একটু কলাপাতার ছায়া দিতে;
বিশাল পৃথিবীতে! আমার অমরত্ব চাই না,
চাই শুধু – সবুজপাতাকে আকড়ে,
আরো কিছুদিন বেঁচে থাকতে ৷
জীবনের বাকি সময়ের লোমহর্ষক ঘটনার সাক্ষী হতে ৷
সাদা জলে কাদা ছিটিয়ে,
মানবতাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে –
ছায়াসঙ্গী রূপ ধারণ করে,
বুক উচিয়ে মন বাড়িয়ে মায়ার উপঢৌকন সাজিয়ে
ভালোবাসার পসরা বসাবে সেদিন – সে আমি জানি ৷
আমিই হবো সেই আড্ডার মধ্যমণি – তাও জানি ৷
বাহবা কারো কারো চোখ ভেজাবে সত্য,
কিন্তু ক্ষণস্থায়ী মানব!
তাকিয়ে দেখবে থাকবে নিশ্চুপ
তবুও বলবে – অবশিষ্টটুকুই হলো, ‘শেষ মুক্তি’
কে দিলো কাকে, তুমি না আমি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments