বাংলা কবিতা, নেশার রাত কবিতা, কবি রাইসুল নয়ন - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

লিপস্টিক, টিপ, কাজলের আড়ালে কতো আর দুঃখ লুকাবে?
বর্ষাস্নাত কোন বিকেলে আমাকে খুঁজে ফিরবে দেয়ালে, বালিশে, পাপোষে, বিছানার চাদরে!
অথচ কোথাও আমি নেই!
তখন আমাকে তোমার ভয়াবহ প্রয়োজন হবে,
যেন আমিই সকল রোগের সমাধান!
তবুও জীবনের কোন ট্রাফিক সিগন্যালে আমরা পাশাপাশি নেই।

আমি তখন শহরের কোন সস্তা মদের দোকানে-,
পকেটে থাকা শেষ পঞ্চাশ টাকা নিয়ে বেয়ারাকে অনুনয় বিনয় করে চলছি,
এই ঢোক না হলে বুঝি পা টলবে না,
মনে পড়ে যাবে অতীতের সমস্ত বিষাদ!

নেশাটা হলেই কেবল তোমাকে পবিত্র মনে হয়।

অবাধ্য কিশোরীর দখিনা বাতাসে উড়ানো কুলায় থাকা ধানের ধুলোর মতো দুঃখ উড়ে যায়।
আমি হয়ে উঠি পত্রিকার শিরোনাম, যার কস্মিনকালের ইতিহাসে নেই কোন পিছুটান!

তোমার খোলা চুল, নাকফুল, নূপুর, পায়েল, বুকের তিল, শাপলা ফুলের মতো নাভি,
শামুক ভাঙা পাখির মতো দল বেঁধে এ আকাশে ভীষণ সুখে নীড় খুঁজে ফেরে,।
নেশার ঘোরে জমিদারি আদলে রাজপথে শুয়ে পড়ি।,
তুমি প্রিয়তমা!, নর্তকী হয়ে নাচ চোখের পাতায়,
মস্তিস্কের গলিতে-বন্দরে, হৃৎপিণ্ডের চৌকাঠে-ধমনীতে।

ঘোর কাটে ভারী বুটের শব্দে, আমি অপেক্ষার আশীর্বাদে সশব্দে বিলাপ করি,
বন্দুক হাতে এগিয়ে আসে সবজান্তা পুলিশ বাহিনী!
মাতালতার আহ্লাদে পুলিশ অফিসারকে জড়িয়ে ধরে তুমি ভেবে ঠোঁট চুষতে থাকি!
সেও সরিয়ে দেয় বুক থেকে, যেমন তুমি সরে থাক দূরে!
আমার হাজত বাসও হয়ে ওঠেনা,!
গালাগাল করে তারা চলে যায়, যেভাবে তুমি যাও রাস্তায় ফেলে রেখে!

নেশার রাত বাড়ে গণভবনের উচ্ছিষ্ট খাবারের মতো গন্ধ নিয়ে তিলে তিলে।
তুমি মাংসের দোকানদার, তবুও আমার কসাই হওয়াটা হয়ে ওঠেনা, কি জানি! কি কারণে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments