বাংলা কবিতা, নগর কবিতা, কবি নাজমুন নাহার সুলতানা - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

এসো এইখানে এসো
যেখানে নগর ছড়িয়ে আছে আকাশের তলায়
পৃথিবীর ক্ষতের মত।
যে নগর গড়ে উঠেছে মিনারে মন্দির চূড়ায়
অভ্রভেদী প্রাসাদের মত,
যারা তারাদের পানে চেয়ে থাকে
প্রার্থনারত মানবাত্মার মত।

এসো এই নগরের পথে পথে
যে পথ জটিল, দূর্বল
মানুষের জীবনধারার মত।
যে পথ অন্ধকার,
মানুষের মনের অরণ্যের মত।
যে পথ প্রশস্ত, আলোকোজ্জ্বল
মানুষের অদম্য উৎসাহের মত।

এসো এই নগরে এসো
যেখানে হতাশারা হারিয়ে যায়
নাগরিক যান্ত্রিকতায়।
যেখানে কষ্টরা বিষণ হয়
ল্যাম্প পোস্টের হলুদ নিয়ন আলোয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments