আমার মন জলে নাইমা পড়ে।
হামাগুড়ি দেয়।
মন আমার সাঁতার কাটে,
খাড়ির দিকে যায়।
মাঝে মধ্যে নৌকা আসে,
বৈশাখের হইলদা দুপুরে।
লাল ঠোঁটে মাঝি পান খায়।
নতুন বউ বড় বড় চক্ষে তাকায়।
পহেলা বৈশাখে মেঘ নাই আকাশে।
মন আমার মেলার দিকে যায়।
মন আমার আনচান আনচান ঘুইরা বেড়ায়।
আমার মন এক ছোট পোলা,
ডুগডুগি হাতে লইয়া বাপের লগে হাঁটে। আমার মন এক ছোট কন্যা,
বেণী দুলাই দুলাই বাপের লগে হাঁটে।