তুমি কি কখনো ধূলো উড়তে দেখেছ ???
দেখেছ নিশ্চই… হয়তোবা দেখনি…
আমি কিন্তু দেখেছি…
ধূলোগুলোও কেমন দল বেঁধে ওড়ে……
তাদের দেখে আমার মাঝে মাঝে খুব হিংসা হয়…
না উড়তে পারিনা সে জন্য নয়…
হিংসা হয় কারণ ধূলোগুলোর মত আমার কোন দল নেই…
তুমি কি কখনো রাস্তার পীচ গুলোকে দেখেছ ???
দেখেছ নিশ্চই… আমিও দেখেছি…
পীচ গুলো রাস্তাকে কিভাবে আঁকড়ে ধরে তাই না ?
আমার বড্ড কষ্ট হয়…
মানুষ হয়েও আমার আঁকড়ে ধরার কেউ নেই…
2020-03-10