3/5 - (2 votes)

আমি তো কেবলই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম,
আবেগস্নাত তপ্ত অবাধ্য বুকের ধিকধিকে রক্ত তোমার নীলিমায়
মেলে দিয়ে চিৎকারে ভূলোক-দ্যুলোক কাঁপিয়ে বলতে চেয়েছি- ‘ভালোবাসি’।
তোমার ওষ্ঠের স্বাদে মেটাতে গিয়ে আদিম তৃষ্ণা, বাহুযুগলে
স্বার্থপরের মত অস্তিত্ব গুঁজে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছি নেশাগ্রস্থের মত,
তোমার ফুসফুস ছেড়ে আসা বাতাসমালা আমার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত করে
নিজেকে ভাবতে চেয়েছিলাম অপ্সরীতে মত্ত বেহেশতির চেয়েও সুখী, পরিপূর্ণ।
আমি তো শুধুই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম।
সাংসারিক সংবিধানকে বৃদ্ধাঙ্গুল, সামাজিক সংশোধনীকে মধ্যমাঙ্গুল
দেখিয়ে আমি নির্মাণ করতে চেয়েছি বিশ্বব্রহ্মা-ের দ্বিতীয় তাজমহল।
আরো কয়েকশো ট্রয়ের যুদ্ধ বাঁধিয়ে, হাজার সভ্যতার ধ্বংসস্তুপ মাড়িয়ে
জাগতিক নীতি-রীতিকে ছিঁড়ে-ফুঁড়ে হতে চেয়েছিলাম নতুন পৃথিবীর প্রিন্স প্যারিস,
তোমায় করতে চেয়েছি হেলেন! হায় আমার ডায়েরির পাতার ধুলোজমা স্বপ্নসকল-
আমি তো কেবলই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম।
তোমার প্রণয় আমার শরীর-মন কুড়ে কুড়ে খেয়ে গেছে ক্যান্সারের মত
অপার্থিব লালসায় তোমার হাতে-পায়ে পরিয়েছি বেড়ি, হৃদয়ের ব্ল্যাকহোলে-
অসুস্থ বিকারগ্রস্থ স্বপ্নের শৃঙ্খলে তোমায় বেঁধে বানিয়েছি অবরোধবাসিনী।
নেশার মাত্রা বিপদসীমা পেরোতেই আমি হয়েছি চরমপন্থি, ঘাতক
তোমার ভালোবাসায় লাইটার ধরিয়ে শোষণ করে গেছি নিকোটিনের মত করে,
স্বাধীনতার ছবক দেখিয়ে তোমাকে বানিয়ে ফেলেছি পরাধীন পরগাছা,
অথচ, আমি তো কেবলই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম।
এককালে হৃৎযন্ত্রের ফাঁক গলে ঢুকে পড়া ললনাদের আশ্রিত -প্রশ্রিত করে
আমি হয়েছি ক্ষমাহীন, আশ্বাসের-বিশ্বাসের রূপকথা শোনাতে শোনাতে
একাধিক নারীসত্ত্বায় হৃদয় বিকিয়ে আমি আজ চিরতরের নষ্ট পু রুষ।
যদিও, আমি তো কেবলই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম।
অযোগ্যতার সীমানা পেরিয়ে, অগ্রহণযোগ্যতার মাত্রা ছাড়িয়েও মায়াকান্নায়,
গগনবিদারী আর্তনাদে তোমাকে ফিরে পেতে চেয়েছি বারংবার নির্ল জ্জের মত,
নষ্ট ভালোবাসার দোহাই, ব্ল্যাকমেইলিং ক্ষমতায় ফিরে এসেছি ক্ষমা পাবো ভেবে-
কারণ, আমি তো শুধুই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম।

কস্টস্লানে ভিজে যাওয়া স্বপ্নের ডানা ছিঁড়ে, নিউরণের গভীরে এঁকে যাওয়া
বুনে যাওয়া প্রেম ইমারত তছনছ করে দিয়ে তাই আমি আজ লিখে দিলাম
আমার পদত্যাগপত্র, ভালোবাসার প্রথম ও শেষ রেসিগনেশন লেটার…
হায়! আমি তো কেবলই একজন কিংবদন্তী প্রেমিক হতে চেয়েছিলাম!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments