একদিন রাতে মাতাল হয়ে যে ছেলেটা তোমায়
ভালবাসি বলেছিল,
সে মিথ্যে বলেনি।
তীব্র ঝাঁঝালো মদের নেশা তার ভিতরের চরম সত্যটাকে
গোপন থাকতে দেয়নি।
সেই ও আর নিজামি রোডের পাশ কেটে যাওয়া ফুটপাতে
যেদিন তোমায় প্রথম দেখেছিল সেদিন হতে মনে
ভালবাসার এক স্বর্ণালী বীজ বুনে দিয়েছিল,
আজ সেই বীজ জড়িয়ে যাওয়া লতার মত সমগ্র শরীর জুড়ে
বেড়ে উঠছে প্রতিদিন।
একরাতে মাতাল হয়ে যে ছেলেটি তোমায় ভালবাসি
বলেছিল,
সে মিথ্যে বলেনি।
অতচ অসভ্য বলে তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে,
মেয়ে,
তুমি বুঝলেনা!
সহজ মনের ভালবাসাটাকে হারিয়ে দিলে।
একদিন রাতে মাতাল হয়ে যে ছেলেটা ভালবাসি
বলেছিল আজ সে কাউকে ভালবাসেনা।
রাত নেমে এলে সেই ও আর নিজামির ফুটপাত ধরে
ছেলেটা আজো মাতাল হয়ে চিৎকার করে বলে,
“আমি কাউকে ভালবাসিনা”
2020-04-08