না ,
আমি তোমাকে ভালবাসি নাই।
চোখের সামনে তুমি;
স্লো-মোশনে চলতে থাকলে,
হৃদস্পন্দন ফার্স্ট ফরওয়ার্ড হয়ে যায়।
এসব কিছুই যদি ভালবাসা না হয়,
তবে আমি ভালবাসি নাই তোমা।রে।
একটু দেখার তৃষ্ণায়,
শুকিয়ে যায় হৃদয়।
গড় আয়ু চৌষট্টি জেনেও,
তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে ইচ্ছে হয়।
যদি ভাবো;
এটা ভালবাসা নয়,
তবে আমি জানি না ভালবাসা কেমন হয়।
তোমার দিকে লালসার দৃষ্টিতে;
দেখা একেকটা চোখ’কে,
উপড়ে ফেলতে মন চায়।
কেউ তোমায় ভালবাসে;
শুনলে বোধ করি,
দাঁড়িয়ে আছি প্রবল প্রতিদ্বন্দ্বিতায়।
বুকের খুব কাছাকাছি না থাকলেও;
মনে হয় তুমি কোথাও না কোথাও আছো,
রক্তমাংসের বুক কিংবা বুক পকেটে।
টের পাই তোমার উপস্থিতি,
হৃদস্পন্দনে কিংবা হৃদয়ের নিকটে।
কতকিছু আড়াল হয় কত সময়,
কেবলমাত্র তুমি আড়াল হলেই আমাকে ভাঙচুর করে দেয় তোমাকে হারানোর ভয়।
সমগ্র তোমাকে ভাবছি এবং লিখছি,
আমার একেকটা কবিতায়।
ছায়ার মত করছি পিছু,
রাখছি সামলে যত্নে তোমায়।
এভাবেও যদি ভালোবাসা না হয়,
তবে আমি জানিনা কিভাবে ভালবাসতে হয়।
বহুকাল পর স্রষ্টার কাছে করা সিজদায়,
সর্বোচ্চ পরিমাণ চাইছি তোমারে।
না আমি,
তোমারে ভালবাসি নাই।
ভালোবাসা এখন মামুলি ঘটনা,
এই জগত সংসারে।
দীর্ঘ সময় নিয়ে মনোযোগ সহকারে,
আমি তোমারে পুষছি আমার ভেতরে।
2023-03-06